হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় যুবলীগের কর্মী মাসুদ কায়সারকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার শুনানি শেষে এই আদেশ দেন।

গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে রিকশায় বাসায় ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিস ও যুবলীগের কর্মী মাসুদ কায়সারের ওপর হামলা চালায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে তারা আনিসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর বায়েজিদ থানার শিকারপুরে মাসুদকে পেয়ে সেখানে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জোড়া খুনের এ ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। হাটহাজারী থানায় হওয়া হত্যা মামলায় সাজ্জাদসহ চারজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজকে আসামি করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বলেন, আসামি সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন হাটহাজারী থানার হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত এইট মার্ডারের মাধ্যমে আলোচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থানা এলাকায় আতঙ্ক হয়ে ওঠেন ছোট সাজ্জাদ।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান