হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানুষের মৃত্যু হলেও তার কর্মের মৃত্যু নেই: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিক ডা. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না, একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরও তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রয়াত সাংবাদিক মো. নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভায় এ কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে আয়োজিত এ সভায় মেয়র বলেন, ‘আজকের শোকসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, মো. নাসিরুল আলম একজন আদর্শবাদী মানুষ ছিলেন।’

টিসিজেএর প্রয়াত সাবেক সহসভাপতি নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ এবং দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ।

স্বাগত বক্তব্য দেন টিসিজেএর সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন।

শোকসভায় প্রয়াত সাংবাদিকের সহকর্মী, বন্ধু ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ