হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানুষের মৃত্যু হলেও তার কর্মের মৃত্যু নেই: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিক ডা. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না, একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরও তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রয়াত সাংবাদিক মো. নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভায় এ কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) মিলনায়তনে আয়োজিত এ সভায় মেয়র বলেন, ‘আজকের শোকসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, মো. নাসিরুল আলম একজন আদর্শবাদী মানুষ ছিলেন।’

টিসিজেএর প্রয়াত সাবেক সহসভাপতি নাসিরুল আলমের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ এবং দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ।

স্বাগত বক্তব্য দেন টিসিজেএর সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন।

শোকসভায় প্রয়াত সাংবাদিকের সহকর্মী, বন্ধু ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ