হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে তাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করা হয়।

এ সময় নগরীর আকবরশাহ ঝিল ১,২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় ও বেলতলীঘোনা পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে যাতে মানুষকে আর প্রাণ দিতে না হয়, সে জন্য কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সবাইকে সচেতন করার জন্য প্রশাসন কাজ করছে। এই পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে ৫ হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি।’

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৬ মে) রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।’

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক