হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে তাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করা হয়।

এ সময় নগরীর আকবরশাহ ঝিল ১,২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় ও বেলতলীঘোনা পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে যাতে মানুষকে আর প্রাণ দিতে না হয়, সে জন্য কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সবাইকে সচেতন করার জন্য প্রশাসন কাজ করছে। এই পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে ৫ হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি।’

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৬ মে) রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা