শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর শাহরাস্তি উপজেলায় মো. আরিফ হোসেন (৩২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের আখতারুজ্জামানের পুত্র। তার তিনজন পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী আমিরুল হকের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।