হোম > সারা দেশ > কক্সবাজার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

আরকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি। ছবি:আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি আটক জেলেদের ফেরত আনতে সক্ষম হয়।

ইউএনও বলেন, তাঁদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বিভিন্ন সময়ে আটক আরও ১৩৪ জন জেলে বিজিবি ফিরিয়ে আনে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্য দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে আরাকান আর্মি ১৫১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। বিভিন্ন সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ৮ এপ্রিল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার মৌলভীরশীল এলাকা থেকে অস্ত্রের মুখে চারটি ফিশিং বোটসহ ২৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদী ও সাগর থেকে ট্রলারসহ জেলে অপহরণের ঘটনাও বেড়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করে আসছেন।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি