হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা থেকে ৫ কেজির মৃত কাতলা মাছ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

কাতলা মাছ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।

এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।

হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।

হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।

হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।

কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ