হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দরে রপ্তানি কনটেইনার স্ক্যানিং আবার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানিং কার্যক্রম আবারও চালু হয়েছে। সাময়িক বন্ধ থাকার পর রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান স্ক্যানারের পুনরায় অপারেশনাল কার্যক্রম চালু করেন। এ সময় চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের নিজস্ব অর্থায়নে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কনটেইনার স্ক্যানারটি স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়েটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি স্থাপনের পর রক্ষণাবেক্ষণ শুরু করে। কাস্টমসের মাধ্যমে স্ক্যানারটি পরিচালনা করা হচ্ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকেই আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। এরপর সামগ্রিক প্রস্তুতি শেষ করে স্ক্যানারটি আবার চালু করা হয়েছে। রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারটি চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা মনে করছেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত