হোম > সারা দেশ > কুমিল্লা

ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না: ইসি আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবীব বলেছেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না। বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ সোমবার কুসিক নির্বাচন উপলক্ষে নগরীর বাদুরতলায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

চিঠি দিয়েও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা থেকে সরানো যায়নি। এ প্রসঙ্গে ইসি আহসান হাবীব বলেছেন, কমিশনের আদেশের পরও এলাকা না ছাড়ায় কমিশনের সম্মান যায়নি। সম্মান গেল কার?

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

সংসদ সদস্য বাহারের ব্যাপারে জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে তিনি (সংসদ সদস্য বাহার) যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু