আবারও হাতঘড়ি প্রতীকের কক্সবাজার-১ আসনের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার পুচ্ছালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাতঘড়ির প্রার্থী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও চকরিয়া থানার পুলিশ।
হামলায় ক্যাম্পের দায়িত্বে থাকা (পাহারাদার) আবু ছালেহকে মারধর করে আহত করা হয়। পরে তাঁকে ক্যাম্পের পাশে সবজিখেত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এর আগে গত রোববার রাতে একই উপজেলার খোজাখালীতে হাতঘড়ি প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ক্যাম্পের পাশে একটি সার-কীটনাশের দোকানও পুড়ে যায়।
আহত আবু সালেক বলেন, ‘ভোর ৪টার দিকে ১০-২০ জন দুর্বৃত্ত ক্যাম্পে এসে ভাঙচুর শুরু করে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা আমাকে কিলঘুষি মেরে রশি দিয়ে বেঁধে পাশের সবজিখেতে ফেলে দেয়। সকালে পুলিশ ও স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘আবারও আহ্বান করছি ও সাবধান করছি, এখন যা করবেন, আইনানুগভাবে তার বিচার হবে। আজ হোক, কাল হোক অথবা ৭ তারিখের পর হোক। সুতরাং এলাকাবাসীর মনে কষ্ট দেবেন না। আমাকে কঠোর হতে বাধ্য করবেন না।’ এ ঘটনার পর সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।