হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আদালতে নেওয়ার পথে হাতকড়া খুলে পালাল ২ আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি একসঙ্গে পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে ওই দুই আসামি পালান। বিকেলে আসামিদের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ওই দুই আসামি নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। এর আগে সকালে আসামিদের চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।

পলাতক আসামিরা হলেন ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। তাঁদের মধ্যে ইকবাল চলতি বছর চট্টগ্রামের লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তিনি ওই থানা এলাকার উত্তর কলাউজান ইউনিয়নের মো. ইউনুসের ছেলে। আনোয়ার নোয়াখালীর বেগমগঞ্জ থানার কামালউদ্দিনের ছেলে। তিনি সীতাকুণ্ড থানায় চলতি বছর দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি।

আসামি পালানোর বিষয়ে জানতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কল কেটে দেন। জানা গেছে, ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তারের পুলিশ অভিযান শুরু করেছে।

আদালতের জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, হাজতখানা থেকে আসামিদের কারাগারে নেওয়ার সময় অন্যান্য আসামিদের মতো একটি হাতকড়া দিয়ে ওই দুই আসামির হাত বাধা ছিল। হাতকড়াটি দড়ি দিয়ে বাধা ছিল। দড়ি ধরে এক পুলিশ সদস্য আসামিদের নিয়ে যাচ্ছিলেন। প্রিজনে ভ্যানের সামনে পৌঁছানোর পর দড়ি বাঁধা হাতকড়া খোলা পাওয়া যায়। এরপরই দুই আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন সন্ধ্যা সোয়া ৬টায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো অবগত নই। কোর্ট হাজতখানা থেকে কারাগারে সব আসামিদের একে একে আনা হচ্ছে। সব আসামি আসার পর মিসিংয়ের বিষয়টি জানা যাবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের