হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিস্তল নেড়েচেড়ে দেখতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন যুবক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

সাতকানিয়ায় বন্দুক দিয়ে কীভাবে গুলি করবে বিষয়টি দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন পংকজ তালুকদার (৩২)। 

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া দক্ষিণপাড়া সাধন মেম্বার বাড়ি এলাকায় মামার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। 

পংকজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া তালুকদার বাড়ির সুখ প্রকাশ তালুকদারের ছেলে ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘির পাড়ের ওষুধ ব্যবসায়ী। 

উপজেলার নলুয়া নিজ বাড়ি থেকে পংকজ তালুকদার সপরিবারে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া মামার বাড়িতে কালীপূজা উপলক্ষে বেড়াতে যান। রাতে হঠাৎ গুলির বিকট শব্দ হয়। 

পংকজের মামাতো ভাই জয় চৌধুরী বলেন, ‘রাতে আমরা উঠানে বসে লুডু খেলছিলাম। ওই সময় আমার জেঠাতো ভাই, পিসাতো ভাই ও কাকাতো ভাই বাইরে থেকে এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকতে বলে। পরে জেঠাতো ভাইয়ের ঘরের সামনে তারা সবাই বসে। জেঠাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন এবং সবাইকে দেখান। তখন আমার বৌদি বললেন, বন্দুকটি আসল নয়, নকল। তখন বন্দুকটি কাকাতো ভাই অনিক চৌধুরী নিয়ে সবকিছু খুলে ট্রিগারটি টেনে রাখে। পরে ওই বন্দুকে বুলেট ঢোকানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হয়। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ 

পংকজের মা চম্পা তালুকদার বলেন, ‘গুলি কেমনে করবে, সেটি দেখাতে গিয়ে মিস ফায়ার হয়ে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।’ 

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ এখনো মামলা করেনি। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির