লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় লেদু মিয়া (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত লেদু মিয়া সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার সফিক উল্যাহর ছেলে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লেদু মিয়ার ভাগনে রনি ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, লেদু মিয়া সকালে সড়কের বেড়ির মাথা এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে পেছন দিক থেকে তাঁকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের চাপায় লেদু মিয়া নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।