হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলানা মুহিবুল্লাহ খান বাড়ি এলাকায় আবুল কাসেম (২৭) নামের এক রিকশা চালক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুছা জানান, এলাকায় ডেকোরেশনের একটি দোকান ছিল কাসেমের। করোনাকালে যখন বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে বেকার হয়ে যায়। তখন সংসার চালাতে একটি রিকশা চালিয়ে ধরেন সংসারের হাল। বিভিন্ন এনজিও সংস্থা থেকেও নেন লোন। ধারদেনা বেশি হয়ে যাওয়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৫ জুন) রাতে ঘরে থেকে বেরিয়ে যান। ঘণ্টাখানেক পর বিষপান করা অবস্থায় আসেন ঘরের সামনে। করতে থাকেন বমি। এই অবস্থায় তাঁর স্ত্রী কোহিনুর আকতারসহ (২৭) স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  সন্ধ্যায় মারা যায় সে। কাসেম একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। সংসারে স্ত্রী, বৃদ্ধ মা ও ১ ছেলে ১ মেয়ে রয়েছে।

স্ত্রী কোহিনুর আকতার (২৭) জানান, দীর্ঘদিন ধরে বেকার থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সব সময় সংসার নিয়ে চিন্তা করতেন। নিজে মরে আমাদের সবাইকে মেরে গেল। আমাদের আর কেউ নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে বিষপান করা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান তাঁর স্বজনরা। দুই দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের