হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে হোটেলে পুড়ে আহত এক, ২ কোটি টাকার ক্ষতি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্টের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে একটি হোটেল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনে ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত ‘আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আল জামান হোটেলের মালিক মো. কামাল উদ্দিন ও মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের কমপক্ষে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের নগদ ৫ লাখ টাকা পুড়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ৯৯৯-এ খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার