হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত আসামি হান্নান গ্রেপ্তার

চবি সংবাদদাতা

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সাব-ইন্সপেক্টর রুপন।

সাব-ইন্সপেক্টর বলেন, ‘হান্নানকে আজ রাত ৮টায় র‍্যাব-৭ আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে হাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।’

জানা গেছে, মো. হান্নান প্রশাসনের করা মামলার এজাহারভুক্ত ৫৬ নম্বর আসামি। তাঁকে ফতেপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। হান্নান এ মামলার প্রধান আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গতকাল বুধবার আটজনকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা-পুলিশ। তাঁদের মধ্যে তিনজন এজাহারভুক্ত ও অন্য পাঁচজন তদন্তে প্রাপ্ত আসামি।

গতকাল গ্রেপ্তার করা আটজনের মধ্যে এজাহারভুক্ত আসামি হলেন মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

অন্য পাঁচজন হলেন মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নিরাপত্তা দপ্তরের প্রধান বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরও প্রায় এক হাজারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট