হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ৩ ব্যবসায়ীর নামে পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কাশ্মীর গার্মেন্টসের তিন পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 

পরোয়ানাপ্রাপ্ত তিনবিবাদী হচ্ছেন–মাহিয়া বেগম, নাদিয়া বেগম ও আবদুল মুমিন। এর মধ্যে বিবাদী মাহিয়া ও নাদিয়া আবদুল মমিনের মেয়ে। 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পুরোনো এই খেলাপি ঋণ পরিশোধে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে আদালতের পক্ষ থেকে উল্লেখিত আদেশ এসেছে।’ 

 মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় বিবাদীদের বিরুদ্ধে ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে ঋণের টাকা উদ্ধারে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার সর্বশেষ অবস্থায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা। 

এই ঋণ আদায় করতে না পেরে গতকাল ব্যাংকের আইনজীবী ড. মো. শফিকুল ইসলাম চৌধুরী বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে। এর প্রেক্ষিতে আজ বিচারক বিবাদীদের প্রত্যেককে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত