হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি পাচারের দায়ে এক ব্যক্তিকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার মধ্যরাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাবনা জেলার বেড়া উপজেলার সিংহাসন গ্রামের মৃত ফজিআর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৭)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মধ্য রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা থেকে দুটি বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাচারের কাজে সম্পৃক্ত থাকায় মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, ‘রাজ ধনেশ পাখি আমাদের দেশে প্রায় বিলুপ্তের পথে। পাখিগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করায় অভিযুক্ত ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট