হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ইউপি চেয়ারম্যানের সম্প্রীতি সভায় আসেননি ১২ সদস্যের কেউই

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আয়োজিত সম্প্রীতি সমাবেশে পুলিশ, প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হলেও পরিষদের ১২ জন সদস্যের কেউ উপস্থিত হননি।

আজ সোমবার সন্ধ্যায় পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেনের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতি সমাবেশে অনুপস্থিত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে পাকশিমুল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি) সুজন মাহমুদ বলেন, ‘চেয়ারম্যান কাউছার হোসেনের বিরুদ্ধে ইউএনও মহোদয়ের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছি। অনাস্থা কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ১২ জন মেম্বার তাঁর কোনো অনুষ্ঠানে যাব না। তাঁর সভাপতিত্বে কোনো সমাবেশে অংশগ্রহণ করব না। এটা আমাদের পরিষদের ১২ জন মেম্বারের মিলিত সিদ্ধান্ত।’

এ বিষয়ে চেয়ারম্যান কাউছার হোসেন বলেন, ‘আমরা ইউএনও মহোদয়ের নির্দেশে সব ইউপি সদস্যের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। তাঁরা কেন এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত হননি, এটা তাঁরাই বলতে পারবেন। তাঁদের সঙ্গে আমার একটু ব্যক্তিগত ঝামেলা আছে, হয়তো এ কারণে আসেননি।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত