কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ বুধবার উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৭) উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশের সড়কে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।’
ওসি মো. শামীম হোসেন বলেন, পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।’