হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

করোনার ৩ ডোজ টিকা নিলেন সেই রোজিনা

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেই রোজিনা বেগম (৩৮) গতকাল মঙ্গলবার দুপুরের পর স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এ নিয়ে মোট তিন ডোজ করোনা টিকা নিয়েছেন তিনি। 

এর আগে গত ৭ আগস্ট ওই কেন্দ্রে আধা ঘণ্টার ব্যবধানে গণটিকার ডবল ডোজ টিকা নিয়েছিলেন রোজিনা বেগম (৩৮)। তিনি সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মুসলিম খানের স্ত্রী। 

রোজিনার স্বামী মুসলিম খান আজকের পত্রিকাকে জানান, গত ৭ আগস্ট তাঁর স্ত্রী সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথমে দুপুর পৌনে ১টার দিকে টিকা নেন। এরপর টিকা কার্ডের জন্য রোজিনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। অপেক্ষারত অবস্থায় প্রায় ৩০ মিনিট পর একজন টিকাদানকর্মী এসে আবারও রোজিনাকে টিকা দেন। দুটি টিকাই দিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী দেওয়ান আফরিন সুলতানা। আজও রোজিনাকে টিকা প্রয়োগ করেছেন তিনি। রোজিনাকে একবারে দুই ডোজ টিকা দেওয়ার বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ভুলে হয়ে গেছে।’ 

রোজিনার পরিবার, টিকা প্রদান কমিটি, টিকা প্রয়োগকারী স্বাস্থ্যকর্মী দেওয়ান আফরিন সুলতানা সবাই দুশ্চিন্তার মধ্যে ছিলেন রোজিনার ডবল ডোজ টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। 

অনেকে আলোচনা করছিলেন, রোজিনা যদি মারা যায়, তাহলে এর দায় নেবে কে? অবশ্য আধা ঘণ্টার ব্যবধানে দুই ডোজ টিকা নিলেও রোজিনা বেগমের কোনো জটিলতা হয়নি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর স্বামী আমার সঙ্গে পরামর্শ করেছেন। এরপর তাঁর স্ত্রী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। তিনি মোট তিন ডোজ টিকা নিয়েছেন। এখন পর্যন্ত তাঁর কোনো সমস্যা হয়নি। আশা করি, কোনো সমস্যা হবে না। ওই দিন অতিরিক্ত মানুষের চাপে এমনটি হয়েছিল।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত