হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নেতাদের রশিতেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে: শাহজাহান চৌধুরী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামে দলীয় সমাবেশে শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

কিয়ামত হলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর পুরোনো ব্রিজঘাট চত্বরে চরপাথরঘাটা জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘নিজামী সাহেব, আলী আহসান মো. মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদেরসহ জামায়াতে ইসলামীর নেতাদের যে রশিতে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে সে রশিতেই ফাঁসি দেওয়া হবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা ইতিহাস ভুলে যাই। ইতিহাস ভুলবেন না। আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েন আওয়ামী লীগের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের ১১ নেতাকে হত্যা করেছিল আওয়ামী লীগ। শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়েছে। শেখ হাসিনা খুনি। তিনি হত্যা মামলার আসামি। আর এখন তিনি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’

সাবেক এই এমপি দলের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে আগামী ছয় মাস কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এ সময় তিনি চরপাথরঘাটা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়াহাট সেতু নিয়ে সার্কিট হাউসের মিটিংয়ে তুলে ধরা, মাঝিদের ঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ব্রিজঘাট এলাকার সমস্যা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিরসনের আশ্বাসও দেন।

চরপাথরঘাটা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি ও কর্ণফুলী জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু