হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরও জানান, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো ১৪ জুলাই রাত ৮টায় এই কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

সূত্রে জানা যায়, আজ রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮ দশমিক ৭৮ ফুট মিনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৮৭ দশমিক ০৪ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিনস সি লেভেল।

২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা-সম্পন্ন এই কেন্দ্রে পাঁচটি ইউনিট পানির জন্য একসঙ্গে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় কাপ্তাই লেকে পানি বাড়ার ফলে গত ২ জুন থেকে কেন্দ্রের চারটি ইউনিট চালু করা হলেও ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হয় পাঁচটি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট।

আবার ১৪ জুলাই পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। আজ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই