হোম > সারা দেশ > চাঁদপুর

১০ হাজার টাকা দামের কবুতরও মেলে মতলবের হাটে

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

হাট-বাজারের নাম শুনলেই আমরা মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু চাঁদপুরের মতলবে দক্ষিণের তিন বাজারে বসে শুধু কবুতরের হাট। বাজারের নির্দিষ্ট একটি স্থানে শুধু শনি ও মঙ্গলবারে বসে এই কবুতরের হাট। 

জানা যায়, উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর, মুন্সীরহাট এই তিনটি বাজারে বসে কবুতরের জমজমাট হাট। মতলবের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও সৌখিন কবুতর পালনকারীরা এসব বাজারে বিভিন্ন জাতের কবুতর ক্রয়-বিক্রয় করেন। 

এ বিষয়ে বাজারের ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা বলেন, এসব হাটে সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়। মাঝে মধ্যে এর চেয়েও বেশি দামের কবুতর বাজারে ওঠে। হাটের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ সময়ে এসব বাজারে কেনাবেচা চলে। মূলত দুপুরের পর থেকে এই হাটে বেচাকেনা বাড়তে থাকে। মতলব ও এর আশপাশের এলাকা থেকে লোকজন কবুতর নিয়ে এসব হাটে আসেন। এসব বাজারে বিভিন্ন ব্যক্তিরা যেমন তাঁদের পোষা কবুতর বিক্রি করতে আসেন, তেমনি পাইকারি বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। 

কবুতর হাটের বিষয়ে ক্রেতা সোলেমান মিয়া বলেন, 'দীর্ঘ অনেক বছর যাবৎ কবুতর লালন-পালন করি। কবুতর পালন করা শখের। আজকে এক জোড়া কবুতর কিনেছি।' 

এ বিষয়ে বিক্রেতা রাজা মিয়া বলেন, 'অনেক বছর যাবৎ কবুতর কেনা-বেচা করি। শনিবার আর মঙ্গলবার আসলেই নায়েরগাঁও বাজারে চলে আসি। আমার আয়টা বড় কথা নয়। শখ থেকেই ব্যবসার সঙ্গে জড়িত।' 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে