হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দোলনের শহীদদের নিয়ে এখনো ‘মামলা-ব্যবসা’ হচ্ছে: সারজিস

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘এই দেশে কোনো দালাল ও তোষামোদকারীর আর জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে এখনো মামলা-ব্যবসা হচ্ছে। আমরা আর এগুলো দেখতে চাই না।’

আজ শনিবার ছাত্র আন্দোলনে নিহত ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে দিতে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘নতুন করে এই বাংলাদেশে ওই পোশাক পরে কিছু পুলিশ সদস্য আবার একটি দলের হয়ে কাজ করছে। দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা যেহেতু জীবন দিতে শিখে গিয়েছি।’

সারজিস বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। ষড়যন্ত্র করছে নানামুখী।’ তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘এখনো যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাচ্ছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট। যা সে এত বছর লালন করেছে। এসব কীটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে পাঁচ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায়, এ জন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবনবাজি রাখতে আমরা প্রস্তুত।’

জাতীয় নাগরিক কমিটির এই সদস্য আরও বলেন, ‘আপনাদের শক্ত হতে হবে। এই খুনগুলোর বিচার বাংলাদেশে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কথা বলে যাব। যে কেউ যদি আপনাদের নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করে—কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব।’

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য