হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সেতুর ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে দেওয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চাওয়া হয়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করেন শ্রমিকেরা। তাঁরা অবৈধভাবে আর কত দিন টোল নেবেন।’

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে নতুন করে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। কিন্তু যানবাহনের চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। অনেক আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু