হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সাবেক মেয়রের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, মেয়র সেলিমুল হক চৌধুরী দায়িত্বে থাকাকালে কোনো প্রকার বিজ্ঞপ্তি ও কমিটি না করে নিজ ক্ষমতাবলে দোকান বরাদ্দ প্রদান করেন। চারটি দোকান বরাদ্দ দিতে তিনি ভাড়াটিয়াদের থেকে আন-রেজিস্ট্রি স্ট্যাম্পের মাধ্যমে অগ্রিম নয় লাখ টাকা আদায় করেন। তবে এসব টাকা পৌরসভার তহবিলে বা সরকারি কোষাগারে জমা প্রদান করেননি। 

এ ছাড়া ২০২৩ সালে পৌরসভার আর্থিক হিসাব থেকে ৭ লাখ টাকা একক স্বাক্ষরে উত্তোলন করেন তিনি। এসব টাকা উত্তোলনের জন্য পৌরসভার অনুমোদন নেওয়া হয়নি এবং পৌরসভার হিসাব শাখায় এ টাকা ব্যয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অসাধু উদ্দেশে বিশ্বাস ভঙ্গ করে সেলিমুল হক চৌধুরী দায়িত্বকালীন সময়ে পৌরসভার তহবিল ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার