হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকা নিয়ে ধর্ষণে অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় টাকা নিয়ে দুর্বৃত্তকে ছেড়ে দেওয়া ও ইউপি সদস্যের মাধ্যমে সমঝোতার প্রস্তাবের ঘটনায় আনোয়ারা থানা-পুলিশের তিন সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল মোহাম্মদ রিয়াজ ও মুজিবুর রহমান। 

সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের (পুলিশ সদস্য) বিরুদ্ধে অভিযোগ ওঠায় আনোয়ারা থানার সকল কার্যক্রম থেকে বিরত রেখে চট্টগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত এবং দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভুক্তভোগী কিশোরীর বড় ভাই জানান, ঘটনার পাঁচ দিন পর গত সোমবার তিনি স্থানীয় চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর আগে তিনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ চাতরী ইউনিয়নের ইউপি সদস্য ধনঞ্জন বিশ্বাস ভোলাকে দিয়ে অভিযুক্তদের সঙ্গে এক লাখ টাকায় সমঝোতার চেষ্টা করে পুলিশ। সমঝোতায় রাজি না হওয়ায় পুলিশ ভুক্তভোগী কিশোরীকে থানায় নিয়ে সারা রাত বসিয়ে রাখে। পরে শনিবার (১৮ মার্চ) তাঁকে দিয়ে রকিসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করায়। 

এ ঘটনায় গতকাল বুধবার অভিযুক্ত পলাশ (২৬), শীংপকর (২৭) ও চন্দনকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। 

উল্লেখ্য, গত বুধবার (১৫ মার্চ) দুপুরে প্রেমিক রকির সঙ্গে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে যায় ভুক্তভোগী কিশোরী। সেখান থেকে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছামতী এলাকায় গেলে রকিসহ গ্রেপ্তারকৃত তিন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় পুলিশের টহল পুলিশের উপস্থিতি টের পেলে বাকিরা পালিয়ে গেলেও রকি যেতে পারেননি। এএসআই ওমর ফারুক ওই কিশোরীসহ রকিকে আটক করে কালাবিবি দিঘির মোড় এলাকায় নিয়ে যান। দুই ঘণ্টা পর ১৮ হাজার টাকার বিনিময়ে রকিকে ছেড়ে দেন এবং কিশোরীকে বাড়িতে পৌঁছে দেন। 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দৈনিক আজকের পত্রিকায় দলবদ্ধ ধর্ষণ, ‘টাকা নিয়ে’ দুর্বৃত্তকে ছেড়ে দিল পুলিশ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল