নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেন বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন বাবু সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি আনোয়ার হোসেন বাবু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।