হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৭ মার্চের কনসার্ট ঘিরে সিএমপির নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট ঘিরে কড়াকড়ি ব্যবস্থা নিতে যাচ্ছে মহানগর পুলিশ (সিএমপি)। অনুষ্ঠানে মোবাইল ছাড়া অন্য ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এবং ১২ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। 

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে জানায় সিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন না। অনুষ্ঠানস্থল কেন্দ্র করে কোনো সড়ক কিংবা ফুটপাতে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না। 

নির্দেশনায় আরও বলা হয়, দুপুর ১২টায় অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে, একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভেতরে কোনো ধরনের তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে। এ সময় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে নগর পুলিশ। 

চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার পক্ষ থেকে প্রথমবারের মতো এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসের ভাষণ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে এই আয়োজন। জেলা প্রশাসনের তথ্যে, এই কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন নামীদামি ব্যান্ড ও শিল্পীরা অংশ নিবে।

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার