হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

চট্টগ্রামের শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। আজ বৃহস্পতিবার সকালে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ পুরান পল্লানপাড়ার চালক মো. জাহাঙ্গীর (২২) ও উখিয়া সীজারিঘোনা এলাকার হেলপার মো. আজিজুল হক (২৫)।

র‍্যাব সূত্র জানা যায়, গোপন সংবাদের জানতে পারি একটি মাছ ভর্তি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ী যাওয়া হচ্ছে। এরই ভিত্তিতে আজ সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামানোর চেষ্টা করা হয়। এ সময় কাভার্ড ভ্যানে থাকা চালকসহ দুজন পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মতে চালকের সিটের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। পরে ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, র‍্যাব-৭ অভিযানে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের