হোম > সারা দেশ > চট্টগ্রাম

পশুর হাট তদারকিতে বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামকে সঙ্গে নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

কোরবানির পশুর সংকট তৈরি করে যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামের (কমিউনিটি পুলিশ) সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় কোরবানির পশু, চামড়া বেচাকেনার নিরাপত্তাসহ মোট ১০ দফা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

অন্যগুলো হলো—কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সব ধরনের চাঁদাবাজি ও খুনখারাবি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; কোনো ধরনের গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো; পশু বহনকারী গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধ এবং পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, ছিনতাইকারীদের তালিকা করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া।

মহানগর এলাকায় স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন। পশুর বাজারকেন্দ্রিক ইজারাদারদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।

সড়কে অনুমোদন ছাড়া পশুর বাজার বসতে না দেওয়া। পশুর বাজারের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখা, কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া কেনাবেচা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।

এ ছাড়া পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য নাগরিকদের নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) ০১৩২০–০৫৪০৮০ ও উপকমিশনার (বন্দর)-০১৩২০–০৫৪২০০ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান)-০১৩২০–০৫২৫১৫, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ ও অভিযান)-০১৩২০-০৫২৫১৫ ও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে-০১৩২০-০৫৭৯৯৮ তথ্য দিতে বলা হয়েছে।

সভায় সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি, র‍্যাব, জেলা প্রশাসন, চসিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল