হোম > সারা দেশ > চট্টগ্রাম

পশুর হাট তদারকিতে বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামকে সঙ্গে নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

কোরবানির পশুর সংকট তৈরি করে যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামের (কমিউনিটি পুলিশ) সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় কোরবানির পশু, চামড়া বেচাকেনার নিরাপত্তাসহ মোট ১০ দফা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

অন্যগুলো হলো—কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সব ধরনের চাঁদাবাজি ও খুনখারাবি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; কোনো ধরনের গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো; পশু বহনকারী গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধ এবং পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, ছিনতাইকারীদের তালিকা করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া।

মহানগর এলাকায় স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন। পশুর বাজারকেন্দ্রিক ইজারাদারদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।

সড়কে অনুমোদন ছাড়া পশুর বাজার বসতে না দেওয়া। পশুর বাজারের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখা, কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া কেনাবেচা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।

এ ছাড়া পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য নাগরিকদের নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) ০১৩২০–০৫৪০৮০ ও উপকমিশনার (বন্দর)-০১৩২০–০৫৪২০০ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান)-০১৩২০–০৫২৫১৫, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ ও অভিযান)-০১৩২০-০৫২৫১৫ ও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে-০১৩২০-০৫৭৯৯৮ তথ্য দিতে বলা হয়েছে।

সভায় সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি, র‍্যাব, জেলা প্রশাসন, চসিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই