নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন শান্টিং (এক রেকের সঙ্গে আরেক রেক জোড়া লাগানো) করার সময় একটি বগি উল্টে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। কেননা ওইসময় শাটল ট্রেনটি খালি ছিল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম স্টেশনে এ ঘটনা ঘটে। শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল।
চট্টগ্রাম স্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্টিং করার সময় একটি রেক উল্টে যায়। এতে কেউ হতাহত হয়নি। ঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাতের শাটল ট্রেনটি ছেড়ে যাবে।’