হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবি’র প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হেরিটেজ হিসেবে ঘোষিত সিআরবিতে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) বিকেলে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে সিআরবি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‘প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চাই না’ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র শতভাগ সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি সিআরবি’র রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়ানোরও দাবি জানান। 

সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অন্যান্য সব জায়গা থেকে আলাদা। বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের অভয়ারণ্য সিআরবি চট্টগ্রামের জন্য একটা প্রাকৃতিক অক্সিজেন প্ল্যান্টের মত। এই এলাকা জুড়ে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি আছে। নানান প্রাণ বৈচিত্র্যের চারণভূমি সিআরবিতে বাংলা নববর্ষ উদ্‌যাপন, পিঠা উৎসব, বসন্ত উৎসবসহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এ ছাড়া এই সিআরবি ব্রিটিশবিরোধী সংগ্রামের সূতিকাগার, এখানে রয়েছে একাত্তরের রণাঙ্গনের শহীদের কবর, শহীদের নামে কলোনি, শহীদের নামে সড়ক। 

সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে চট্টগ্রামের ফুসফুস ও সাংস্কৃতিক কেন্দ্রটিকে সংরক্ষণের মাধ্যমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং চট্টগ্রামে রেলওয়ের অনেক জায়গা রয়েছে সেখানে শতভাগ সরকারি হাসপাতাল করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। 

সাংস্কৃতিক সমাবেশে উদীচী চট্টগ্রামের সংগঠক অধ্যাপিকা শীলা দাশ গুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজী সেন, বাংলাদেশ কলেজ বিদ্যালয় শিক্ষক সমিতির নেত্রী অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, টিইউসি চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, উদীচী চট্টগ্রামের সংগঠক জামাল উদ্দিন হায়দার প্রমুখ। 

বক্তারা আরও বলেন, চট্টগ্রামের ফুসফুস হিসাবে খ্যাত সিআরবিতে রেল কর্তৃপক্ষ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে একটি বেসরকারি হাসপাতাল করার কাজ শুরু করেছে। সরকার এর আগেও সুন্দরবন, মহেশখালীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বন উজাড় করে, পাহাড় কেটে উন্নয়নের নামে প্রকৃতি-পরিবেশ বিধ্বংসী প্রকল্প অনুমোদন করেছে। সিআরবিতে বেসরকারি হাসপাতালের প্রস্তাবনা মূলত এরই ধারাবাহিকতা মাত্র। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত