হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২ 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জলিল (১৫) নামে এক জেলে মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ছাড়া মো. ফারুক (২০) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। 

আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে এক জেলেকে মৃত ও একজনকে জীবিত উদ্ধার করেছে সদরের হরিণা নৌপুলিশ। 

এর আগে রোববার দিবাগত রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে জেলে মাছ ধরা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় মৃত ও আহত জেলেদের বাড়ি চাঁদপুর সদরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারে। জলিল ওই এলাকার জয়নাল মোল্লার ছেলে এবং ফারুক একই এলাকার গফুর বেপারীর ছেলে। এ ঘটনায় নিখোঁজরা হলেন, ওই এলাকার মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮)। 

হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান বলেন, ‘আমি খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এই ধরনের ঘটনায় আমি নিজেও খুবই মর্মাহত এবং শোকাহত। লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানতে পেরেছি।’ 

চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জলিলের মরদেহ এবং ফারুককে জীবিত উদ্ধার করেছি। বর্তমানে রিয়াদ ও মোক্তার নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে