হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ২ অটোরিকশার সংঘর্ষে কেইপিজেডের কর্মকর্তা নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭)। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বৈরাগ খলিফাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

নাঈম উদ্দিন কেইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বৈরাগ খলিফাপাড়ায়। টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী-সন্তান নিয়ে কর্ণফুলীর মইজ্জেরটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

নাঈমের সঙ্গে থাকা একই অটোরিকশার যাত্রী মিসবাহুল আলম মাসুম জানান, অফিস শেষে অটোরিকশায় করে তাঁরা চাতরী চৌমুহনীর দিকে আসছিলেন। অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে নাঈম চালকের পাশে ডান দিকে বসা ছিলেন। রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখী আরেকটি অটোরিকশা তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত নাঈমকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ঘটনার পর থেকে অটোরিকশাচালকেরা পলাতক আছেন। এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে