হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ২ অটোরিকশার সংঘর্ষে কেইপিজেডের কর্মকর্তা নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭)। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বৈরাগ খলিফাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

নাঈম উদ্দিন কেইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বৈরাগ খলিফাপাড়ায়। টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী-সন্তান নিয়ে কর্ণফুলীর মইজ্জেরটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

নাঈমের সঙ্গে থাকা একই অটোরিকশার যাত্রী মিসবাহুল আলম মাসুম জানান, অফিস শেষে অটোরিকশায় করে তাঁরা চাতরী চৌমুহনীর দিকে আসছিলেন। অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে নাঈম চালকের পাশে ডান দিকে বসা ছিলেন। রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখী আরেকটি অটোরিকশা তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত নাঈমকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ঘটনার পর থেকে অটোরিকশাচালকেরা পলাতক আছেন। এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত