হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ২ অটোরিকশার সংঘর্ষে কেইপিজেডের কর্মকর্তা নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭)। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বৈরাগ খলিফাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

নাঈম উদ্দিন কেইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বৈরাগ খলিফাপাড়ায়। টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী-সন্তান নিয়ে কর্ণফুলীর মইজ্জেরটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

নাঈমের সঙ্গে থাকা একই অটোরিকশার যাত্রী মিসবাহুল আলম মাসুম জানান, অফিস শেষে অটোরিকশায় করে তাঁরা চাতরী চৌমুহনীর দিকে আসছিলেন। অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে নাঈম চালকের পাশে ডান দিকে বসা ছিলেন। রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখী আরেকটি অটোরিকশা তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত নাঈমকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ঘটনার পর থেকে অটোরিকশাচালকেরা পলাতক আছেন। এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা