হোম > সারা দেশ > কুমিল্লা

নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১২ কর্মী আহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নৌকা মনোনীত প্রার্থীর নেতা-কর্মীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্তত ১২ কর্মী-সমর্থক আহত হয়েছেন। উপজেলার ধামতি ইউনিয়নের ধামতি গ্রামের খোসকান্দি এলাকায় আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শুক্রবার বিকেলে ধামতি গ্রামে স্থানীয়দের উদ্যোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মিঠুর নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। তৈরি করা হয় সভা মঞ্চ। খবর পেয়ে দুপুরের দিকে অনুষ্ঠান শুরুর আগেই নৌকার প্রার্থী জসিম উদ্দিনের ভাই শাহপরানের নেতৃত্বে তরিকুল, সোহাগ, কামাল, মাহফুজ, মারুফ, দুলাল, নয়ন, মোবারক, মনির, রুবেল, রুহুল আমিন, সেলিম ও হালিমসহ অন্তত ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় তাঁরা সভা মঞ্চ ও নির্বাচনী অফিস ভেঙে ফেলে। হামলায় আইয়ুব আলী, শরীফ, সফিকুল ইসলাম, শান্ত, জিল্লুর রহমান, বিল্লাল, ইমরান, মেহেদী, রুমান, তফাজ্জল, রাকিব মুন্সী, খোকনসহ অন্তত ১২ জন আহত হন। 

এর মধ্যে গুরুতর আহত আইয়ুব আলী নামের একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে মহিউদ্দিন মিঠু বলেন, নৌকা প্রার্থীর লোকজন তাঁর সমর্থকদের ৩টি মোটরসাইকেল, সভা মঞ্চ ভাঙচুর করেছে। এ ছাড়া তাঁরা ৬টি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। নৌকার প্রার্থী জসিম উদ্দিনের ভাই শাহপরানের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছে। 

মহিউদ্দীন বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকেই নৌকার প্রার্থীর লোকজন নানাভাবে তাঁর সমর্থক ও ভোটারদের হুমকি এবং প্রচারণায় বাঁধা দিয়ে আসছে। নৌকা প্রতীক ছাড়া ভোট দিলে লাশ ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।’ 

তবে হামলার বিষয়টি অস্বীকার করে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘আমার কোনো লোকজন এ হামলায় জড়িত নেই। কারা হামলা চালিয়েছে তাও আমি জানি না।’ 

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে