হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটসংলগ্ন একটি ধানের চারার খেতের পাশে পেতে রাখা জালে আটকে পড়েছিল একটি অজগর সাপ। খবর পেয়ে এটিকে উদ্ধার করে বন বিভাগ। গতকাল সোমবার রাতে আনুমানিক ১০-১২ ফুট লম্বা অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাহেবের হাটসংলগ্ন একটি ধানের চারার খেতকে গরু-ছাগলের হাত থেকে রক্ষার জন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সোমবার বিকেলে সেখানে আটকা পড়ে একটি অজগর। স্থানীয় বাসিন্দারা খবর দিলে বন বিভাগের কর্মীরা এটিকে উদ্ধার করেন।

বাঁশখালী ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। এটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বনকর্মীদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে আমার কার্যালয়ে নিয়ে আসা হয়। এটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক