হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওয়ান ব্যাংকের ১৫৯ কোটি টাকা আদায়ের মামলা: চট্টগ্রামে ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ওয়ান ব্যাংকের ১৫৯ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় শীতলপুর অটো স্টিল মিলের চেয়ারম্যান, এমডি ও তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

মামলার বিবাদীরা হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এমডি নাজিম উদ্দিন, পরিচালক মো. জানে আলম, মো. হোসেন ও মো. মাহবুব আলম। 

ওয়ান ব্যাংকের আইনজীবী নাইম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের পাওনা ১৫৯ কোটি টাকা আদায়ে যথাযথ প্রক্রিয়ায় মামলা করার পর বিবাদীদের প্রতি সমন জারি করেন বিচারক। পরপর দুইবার কোনো সাড়া না দেওয়ায় আজ আদালতের বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’ 

আদালতের পেশকার মোহাম্মদ হারুন বলেন, ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়ার পর উল্লিখিত টাকার চেক দেন বিবাদীরা। কিন্তু পরবর্তী সময়ে চেক নগদায়ন না হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে সহযোগী ব্যবস্থাপক জুয়েল দাশ মামলাটি দায়ের করেন। মামলাটির বিচারের অংশ হিসেবে বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য কয়েকবার সমন দেওয়া হয়। কিন্তু তাঁরা উপস্থিত হননি। এ অবস্থায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।  

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা