হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওয়ান ব্যাংকের ১৫৯ কোটি টাকা আদায়ের মামলা: চট্টগ্রামে ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ওয়ান ব্যাংকের ১৫৯ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় শীতলপুর অটো স্টিল মিলের চেয়ারম্যান, এমডি ও তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

মামলার বিবাদীরা হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এমডি নাজিম উদ্দিন, পরিচালক মো. জানে আলম, মো. হোসেন ও মো. মাহবুব আলম। 

ওয়ান ব্যাংকের আইনজীবী নাইম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের পাওনা ১৫৯ কোটি টাকা আদায়ে যথাযথ প্রক্রিয়ায় মামলা করার পর বিবাদীদের প্রতি সমন জারি করেন বিচারক। পরপর দুইবার কোনো সাড়া না দেওয়ায় আজ আদালতের বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’ 

আদালতের পেশকার মোহাম্মদ হারুন বলেন, ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়ার পর উল্লিখিত টাকার চেক দেন বিবাদীরা। কিন্তু পরবর্তী সময়ে চেক নগদায়ন না হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে সহযোগী ব্যবস্থাপক জুয়েল দাশ মামলাটি দায়ের করেন। মামলাটির বিচারের অংশ হিসেবে বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য কয়েকবার সমন দেওয়া হয়। কিন্তু তাঁরা উপস্থিত হননি। এ অবস্থায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।  

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে