হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ সার কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল  প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।

আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো। 
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার