হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ সার কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল  প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।

আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো। 
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা