হোম > সারা দেশ > নোয়াখালী

গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, নোয়াখালীর সেই গ্রাম পুলিশ আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালাদরাপ ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গ্রাম পুলিশ নুর হোসেনকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গ্রাম পুলিশ নুর হোসেন ভুক্তভোগী গৃহবধূকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। এ সময় পাশে গৃহবধূর ছেলে কান্না করছিল। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাড়ির কয়েকজন নারী। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিলে বুধবার বিকেলে ওই গ্রাম পুলিশকে শোকজ করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে সুধারাম মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূর হোসেনকে আটক করে। 

জানা গেছে, কালাদরাপ ১ নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকালে গ্রাম পুলিশ নুর হোসেন ওই বাড়িতে গিয়ে টিনের সীমানাটি চার হাত উত্তরে সরিয়ে ফেলতে চাইলে তাতে বাধা দেন ভুক্তভোগী নারী। এ সময় নুর হোসেন তাঁকে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ এবং পরে এলোপাতাড়ি মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নেন ওই নারী। বুধবার ওই নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহল ও প্রশাসনের নজরে আসে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের