হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিটিইর কাজ করলেন রেলের মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম যাওয়ার পথে অনিয়ম পেয়ে ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) কাজ করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় তিনি বেশ কয়েকজন অবৈধ যাত্রীর কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন।

আজ মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলে চলাচল করা সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম আসার পথে এসব জরিমানা করেন তিনি। 

জানা যায়, চট্টগ্রামে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন জিএম অসীম কুমার তালুকদার। সকাল ৭টায় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। কয়েকটি বগি ঘুরে অনিয়স পেয়ে নিজেই চেকিংয়ে নেমে পড়েন। 

অসীম কুমার তালুকদার বলেন, ‘চেকিংয়ের শুরুতেই প্রথমেই এক যাত্রী পেলাম, ব্রাক্ষনবাড়িয়া যাবেন। এই স্টেশনের যাত্রীরা মাঝে মাঝেই নাকি এরকম পাগলামি করেন। টিকিট কাটতে কমপক্ষে ৫৬০ টাকা দরকার, তার আছে ১০০ টাকা। বাধ্য হয়ে কোনো এক ক্রসিং এ নামিয়ে দিলাম তাকে।’ 

তিনি আরও বলেন, ‘পিতৃতুল্য একজন বৃদ্ধযাত্রী পেলাম। কয়েকদিন আগে কোমরে অপারেশন হয়েছে। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য দোয়া করলাম। তিনিও মাথায় হাত রেখে দোয়া করলেন। অদ্ভুত ভালো লাগা কাজ করল। এরপর তিনটি টিকিট ডুপ্লিকেট পেলাম একই আইডিতে কেনা। বিচার বিশ্লেষণ করে দেখলাম যে, একটি গ্ৰুপ টিকেট রেফান্ড করার পর পুনরায় সেই টিকিট নিয়ে ট্রেনে উঠছেন। অন্য গ্ৰুপ ওরিজিনাল টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন। দুই নারী প্রথমে টিকেট কাটতে অস্বীকৃতি জানালেও বুঝিয়ে বলার পর টিকেট কাটতে সম্মত হন। তবে টাকা না থাকায় বিকাশে টাকা নেওয়া হয়।’ 

রেলওয়ের জিএম বলেন, ‘অনবোর্ডের এক স্টুয়ার্ড একজন অবৈধ যাত্রী বহন করায় তাকে ৮১০ টাকা জরিমানা করা হয়। দুজন ধুমপায়ী পেলাম। এসির করিডোরে মহাআনন্দে সিগারেট ফুঁকছিলেন। জরিমানার কথা তুলতেই চুপসে গেলেন, সতর্ক করে ছেড়ে দিলাম।’ 

অসীম কুমার তালুকদর আরও বলেন, ‘টিকিট বিহীন ছয় যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয় ৩ হাজার ৭৮০ টাকা। আখাউড়া এসে পরিদর্শন কার্যক্রম শেষ করলাম।’ 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ