হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে নদনা ইউনিয়নের কালুয়াই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত তিনজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন—পূর্ব কালুয়াই গ্রামের রফিক উল্যার ছেলে ফাহাত হোসেন (১৯), শরাফত হোসেনের ছেলে নাহিদ (১৯) ও তাঁর ভাই আজিম (২০)। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোনাইমুড়ীর নদনা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে পূর্ব কালুয়াই এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ফাহাতের শরীরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজিমের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের ওপরে রাখা আরও একটি পাইপগান জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখানো, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত। এ ছাড়াও তারা অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে