হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিদগ্ধে আহত চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব মারা গেছেন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

অগ্নিদগ্ধে আহত রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ার বাসিন্দা।

জানা গেছে, চাকরির সুবাদে সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫১ বছর। 

সচিবের আত্মীয় ডেন্টাল সার্জন ডা. সুপ্রিয় তঞ্চঙ্গ্যা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যার মরদেহ চমেক থেকে তাঁর গ্রামের বাড়ি রাজস্থলীতে নেওয়া হবে। পরে আগামীকাল শুক্রবার অনিত্য সভা শেষে গ্রামের বাড়িতে সৎকার করা হবে। 

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার সচিবের বাসার পাশের ফ্ল্যাটে আগুন লাগে। এ সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিনি, তাঁর স্ত্রী, মেয়ে জিনিয়াসহ আরও আটজন অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ওই দিনই  তাঁদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা