হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী, কার্যক্রম স্থবির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণের জন্য ভরাট করে ফেলা হয়েছে বিসিক শিল্পনগরী সংলগ্ন একাধিক ছোট খাল। ফলে গত কয়েক দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে অন্তত ৩০ / ৩৫টি কারখানার উৎপাদন। কারখানাগুলোর ভেতরে পানি ঢোকার ফলে উৎপাদন বন্ধ হওয়ায় শ্রমিকেরা যেমন কর্মহীন হয়ে পড়েছেন, তেমনি মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 
 
ব্যবসায়ীদের দাবি প্রতিদিন ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা। 
 
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় গড়ে ওঠে শিল্পনগরী। প্রায় ২২ একর আয়তনের শিল্পনগরীটিতে বর্তমানে ৬০টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১টি ওষুধ কারখানা, ১৭টি মেটাল কারখানা, ৮টি ফ্লাওয়ার মিল, ৩টি সাবান, ৩টি সোডিয়াম সিলিকেট, ৫টি বেকারি ও ১টি তারকাঁটাসহ বিভিন্ন পণ্যের কারখানা আছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ৩ হাজার শ্রমিক। 
 
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘পানি না সরার কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন বিসিকের ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক রোহন উদ্দিন ভূইয়া বলেন, ‘আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেন প্রকল্পের পরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছিল—যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে খালগুলো ভরাট করা হয়। কিন্তু সেটি না করে খালগুলো পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘ভরাটকৃত জায়গা (খাল) সড়ক ও জনপথের। চার লেনের কারণে এখন জায়গাটি প্রয়োজন হচ্ছে বরং বিসিক শিল্পনগরী এত দিন সড়ক ও জনপথের জায়গায় বর্জ্য ফেলে আসছিল।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল