হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ গণমাধ্যম কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি প্রেস ক্লাবের ছয় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ, বাঘাইছড়িতে কর্মরত সকল সাংবাদিক ও পরিবারের স্বজনেরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের কাছে জোর দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। এর বিরুদ্ধে সাংবাদিক মো. সোলায়মান, আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন, শহিদুল ইসলাম হৃদয় এবং মো. সাব্বির এই ছয় সাংবাদিক প্রতিবাদ করেন। একই সঙ্গে তারা সংবাদ প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে একটি মহলের ইন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। 

বক্তারা আরও বলেন, যত দিন পর্যন্ত সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত