হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ গণমাধ্যম কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি প্রেস ক্লাবের ছয় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ, বাঘাইছড়িতে কর্মরত সকল সাংবাদিক ও পরিবারের স্বজনেরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের কাছে জোর দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। এর বিরুদ্ধে সাংবাদিক মো. সোলায়মান, আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন, শহিদুল ইসলাম হৃদয় এবং মো. সাব্বির এই ছয় সাংবাদিক প্রতিবাদ করেন। একই সঙ্গে তারা সংবাদ প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে একটি মহলের ইন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। 

বক্তারা আরও বলেন, যত দিন পর্যন্ত সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ