হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ গণমাধ্যম কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি প্রেস ক্লাবের ছয় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ, বাঘাইছড়িতে কর্মরত সকল সাংবাদিক ও পরিবারের স্বজনেরা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের কাছে জোর দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি জাহেদা কামালকে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে তাঁর স্বামী মোস্তফা কামালের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। এর বিরুদ্ধে সাংবাদিক মো. সোলায়মান, আলমগীর মানিক, জাহেদা কামাল, মাসুদ পারভেজ নির্জন, শহিদুল ইসলাম হৃদয় এবং মো. সাব্বির এই ছয় সাংবাদিক প্রতিবাদ করেন। একই সঙ্গে তারা সংবাদ প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে একটি মহলের ইন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। 

বক্তারা আরও বলেন, যত দিন পর্যন্ত সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির