হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি কার্যালয়ে তালা কেটে কম্পিউটারের যন্ত্রাংশ ও টাকা চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে চুরি হয়েছে। এ সময় নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা। 

গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। এ ঘটনায় আজ রোববার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। 

ইউপি সচিব মিল্টন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯০০ টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, চোরের দল কার্যালয়ের একাধিক কক্ষের তালা কেটে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এর আগে, গত ১৭ অক্টোবর রাতে উপজেলার সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরি হয়। সে সময় পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান