হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার চিলাদী গ্রাম থেকে নাজমা আক্তার (৩০) নামের এক সৌদিপ্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চিলাদী গ্রামের মনির উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নাজমা সৌদিপ্রবাসী হারুনুর রশিদের স্ত্রী। তিনি একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। 

স্থানীয় মেম্বার আবদুর রহিম জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে প্রবাসীর স্ত্রী নাজমা নিজ বসতঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে নাজমার মা হোসনে আরা বেগম দরজা ভেঙে নাজমাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে সেনবাগ থানায় খবর দিলে রাত সাড়ে ৭টার দিকে থানার এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে।

ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী এ বিষয়ে আজকের পত্রিকাকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়