হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪৬ বছর আগে চবির ছাত্র ছিলাম, আজ উপাচার্য: ড. আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।

গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে