হোম > সারা দেশ > চট্টগ্রাম

বণ্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বণ্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

রেঞ্জ কর্মকর্তা বলেন, কাপ্তাই নৌবাহিনী সড়কের আশপাশের এলাকায় সন্ধ্যার পর বন্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। অনেক সময় বন্যহাতির দল মূল সড়কে অবস্থান নেয়। গতকাল রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী হাতির সামনে পড়েন। এ সময় হাতি তাঁকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে, হাতির আক্রমণে অজ্ঞাত নারীর মৃত্যুর খবর জানার পর রাতেই ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এ সময় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে কাপ্তাই লগ গেটে নিয়ে যান। 

এ বিষয়ে পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বলেন, ‘মরদেহটি মানসিক ভারসাম্যহীন নারীর। তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর সৎকারের ব্যবস্থা করেছি।’ 

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে