হোম > সারা দেশ > চট্টগ্রাম

বণ্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বণ্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

রেঞ্জ কর্মকর্তা বলেন, কাপ্তাই নৌবাহিনী সড়কের আশপাশের এলাকায় সন্ধ্যার পর বন্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। অনেক সময় বন্যহাতির দল মূল সড়কে অবস্থান নেয়। গতকাল রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী হাতির সামনে পড়েন। এ সময় হাতি তাঁকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে, হাতির আক্রমণে অজ্ঞাত নারীর মৃত্যুর খবর জানার পর রাতেই ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এ সময় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে কাপ্তাই লগ গেটে নিয়ে যান। 

এ বিষয়ে পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বলেন, ‘মরদেহটি মানসিক ভারসাম্যহীন নারীর। তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর সৎকারের ব্যবস্থা করেছি।’ 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ