হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বাড়ির উঠান থেকে তরুণকে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠান থেকে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই পাড়ার আব্দুর রহিমের ছেলে। 

অপহৃত আবুল হাসিম (২২) রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে জানান ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস। 

তিনি বলেন, ‘অপহৃত হাসিম টেকনাফ পৌরসভার একটি খাবার পানি সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করেন। দুর্বৃত্তরা তাকে টেনেহিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চিৎকার শুনেছেন। এ সময় বাড়ির লোকজন বাহির হয়ে টর্চ লাইটের আলোতে দেখতে পান মুখোশধারী কিছু লোকজন হাসিমকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। 

মোহাম্মদ ইলিয়াস আরও বলেন, ‘আজ সোমবার অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে হাসিমের পরিবারকে ফোন করেছে। হাসিম পরিবার হতদরিদ্র। কেন তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে বোঝা যাচ্ছে না। এরপরও ছেলের মুক্তির জন্য ৩০ হাজার টাকা দিবে বলেছে হাসিমের বাবা।’ 
 
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এক যুবককে রাতে দুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার শুনে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির